সঠিক উত্তর হচ্ছে: ২ মার্চ
ব্যাখ্যা: পশ্চিম পাকিস্তান থেকে আগত অস্ত্র ও রসদ বোঝাই এমভি সোয়াত জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ১৯৭১ সালের ২মার্চ। এই জাহাজে করেই অপারেশন সার্চলাইট চালানোর রসদ বাংলাদেশে আনে পাক হানাদার বাহিনী। ২৫ মার্চ যে হত্যাযজ্ঞ চালানো হয় তাই অপারেশন সার্চলাইট নামে পরিচিত। [সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়- অষ্টম শ্রেণি]