সঠিক উত্তর হচ্ছে: কবীন্দ্র পরমেশ্বর
ব্যাখ্যা: কবীন্দ্র পরমেশ্বর (১৫শ-১৬শ শতক) মধ্যযুগের অন্যতম খ্যাতনামা কবি এবং বাংলা ভাষায় প্রথম মহাভারত রচয়িতা। তাঁর মহাভারত ১৫১৫-১৫১৯ খ্রিস্টাব্দের মধ্যে রচিত বলে অনুমান করা হয় এবং তা কবীন্দ্র মহাভারত কিংবা পরাগলী মহাভারত নামে পরিচিত।
Source: Banglapedia