সঠিক উত্তর হচ্ছে: ৪৫০
ব্যাখ্যা: ট্রেনটি ১ সেকেন্ডে যায় ১০০০/৩৬০০ = ৫/১৮\n১৮০* ৫/১৮ = ৫০ মিটার/সেকেন্ড\n\nসুতরাং, ২৫ সেকেন্ডে যেতে পারে (৫০*২৫) = ১২৫০ মিটার\n\nসেতুর দৈর্ঘ্য (৮০০ মিটার + ৪৫০ মিটার) = ১২৫০\n\nঅর্থাৎ, ট্রেনটি মোট ১২৫০ মিটার পথ অতিক্রম করে যেখানে সেতুর দৈর্ঘ্য ৮০০ মিটার\n\nসুতরাং, ট্রেনের দৈর্ঘ্য ৪৫০ মিটার।