সঠিক উত্তর হচ্ছে: সালফার
ব্যাখ্যা: ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\n? দস্তার অভাবে গাছের পাতার বৃদ্ধি ব্যাহত হয়। \r\n\r\n? সালফারের অভাবে গাছ খর্বাকৃতি হয় এবং ফসলের পরিক্বতা বিলম্বিত হয়। \r\n\r\n? নাইট্রোজেনের অভাবে ক্লোরােফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে পাতা হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরােসিস বলে। \r\n\r\n? পটাসিয়ামের অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চলের সৃষ্টি হয়।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆