সঠিক উত্তর হচ্ছে: বুধ
ব্যাখ্যা: সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধ হলো সৌরজগতের সবথেকে দ্রুতগামী গ্রহ।বুধ (ইংরেজি: Mercury;) সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এর কোনো উপগ্রহ নাই। এটি সূর্যকে প্রতি ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে। এর উজ্জ্বলতার আপাত মান -২.৬ থেকে +৫.৭ পর্যন্ত হয়ে থাকে।