জীব ও জড়ের মধ্যে পার্থক্য
জীবের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। জড়ের কোন নির্দিষ্ট আকার ও আয়তন থাকেনা। জীবদেহ প্রােটোপ্লাজম (নিউক্লিয়াস, প্লাজমা পর্দা, সেন্ট্রোজোম, রাইবোজোম ইত্যাদি) সমন্বিত এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। জড়বস্তু কোষ দ্বারা গঠিত নয় এবং এদের দেহে প্রোটোপ্লাজমেরও অস্তিত্ব নেই।