নিচের অপশন গুলা দেখুন
- কোনটিই নয়
- সমস্যমান পদ
- উত্তর পদ
- সমস্ত পদ
- সমস্তপদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে বলে সমস্যমান পদ।
যেমনঃ সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
এখানে \'সিংহ\', \'আসন\' - এগুলো সমস্যমান পদ
- সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ।
যেমনঃ সিংহ চিহ্নিত আসন = সিংহাসন। এখানে \'সিংহাসন\' পদটি সমস্ত পদ।
- সমস্ত পদকে ভেঙ্গে যে ব্যাক্যাংশ হয় তাকে ব্যাস বাক্য বলে।
যেমনঃ সিংহ চিহ্নিত আসন = সিংহাসন। এখানে সিংহ চিহ্নিত আসন হলো ব্যাসবাক্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ(নবম - দশম শ্রেণী)