সঠিক উত্তর হচ্ছে: দূরত্ব
ব্যাখ্যা: আলোকবর্ষ হলো প্রকৃত পক্ষে ঐ দূরত্বেরই একক যা পৃথিবী এবং অন্যান্য নক্ষত্রের মধ্যকার দূরত্ব নির্ণয় করতে ব্যবহার করা হয়। আলো এক সেকেন্ডে যায়। ৩,০০,০০০ কিলোমিটার। আলো এই গতিতে চলে এক | বছরে অর্থাৎ ৩৬৫ দিনে যে দূরত্ব অতিক্রম করে তাই হলো এক আলোক বর্ষ এবং এর পরিমাণ প্রায় ৯৪৬০,০০০,০০০ কিলোমিটার।