সঠিক উত্তর হচ্ছে: প্রথম বাংলা মুদ্রন
ব্যাখ্যা: শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য - - প্রথম বাংলায় মুদ্রণ।\nশ্রীরামপুর মিশন প্রেস উনিশ শতকের গোড়ার দিকে ব্রিটিশ ভারতে স্থাপিত একটি ছাপাখানা।১৮০০ সালের ১০ জানুয়ারি অধুনা পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে স্থাপিত হয় শ্রীরামপুর মিশন।ওই বছরই মার্চ মাসে উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রেস নামে ছাপাখানাটি খোলেন।\nএই মাসেই পঞ্চানন কর্মকারের সহযোগিতায় প্রথম বাংলা গদ্যগ্রন্থ মথী রচিত মঙ্গল সমাচার ছাপা হয় মিশন প্রেস থেকে।উইলিয়াম কেরি অনূদিত বাইবেল প্রকাশ করেন এই প্রেস।তাছাড়া রামায়ণ, মহাভারত, সমাচার দর্পণ ও দিগদর্শন পত্রিকাও শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হয়।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]