সঠিক উত্তর হচ্ছে: শ্রু + অনট
ব্যাখ্যা: অনট (অন) প্রত্যয় এক প্রকার সংস্কৃত কৃৎ প্রত্যয়। \'অনট\' প্রত্যয় সাধারণত ক্রিয়াবাচক বিশেষ্য গঠনের জন্য ব্যবহৃত হয়। ধাতুর শেষে \'অনট\' প্রত্যয় যুক্ত হলে ধাতুর প্রথম বর্ণের \'ঈ\' পরিবর্তন হয় \'অয়\', \'উ\' পরিবর্তিত হয়ে \'ও\', \'ই\' পরিবর্তিত হয়ে \'এ\' এবং \'ঋ\' পরিবর্তিত হয়ে \'অর\' হয়। যেমন:\n√কৃ + অনট = করণ\n√শী + অনট = শয়ন\n√দা + অনট = দান\n√গম + অনট = গমন\n√স্থান + অনট = স্থান\n√পা + অনট = পান\n√দৃশ + অনট = দর্শন\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]