সঠিক উত্তর হচ্ছে: ম্যাকমোহন লাইন
ব্যাখ্যা: ভারত ও চীনের সীমান্ত রেখার নাম ম্যাকমোহন লাইন।\n\nস্যার ম্যাকমোহন কর্তৃক ভারত ও চীনের মধ্যে চিহ্নিত সীমারেখায় হলো ম্যাকমোহন লাইন।১৯১৪ সালে স্যার ম্যাকমোহন ভারত তিব্বত চুক্তির আওতায় ভারত ও তিব্বতের মধ্যে এ সীমারেখা চিহ্নিত করেন।\n[তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো পত্রিকা ]