সঠিক উত্তর হচ্ছে: উপন্যাস
ব্যাখ্যা: যতিভঙ্গ একটি উপন্যাস। এর লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ১৯৬২ সালে প্রকাশিত এই উপন্যাস কে ভিন্নধর্মী উপন্যাস হিসাবে মনে করা হয়। এটি এক অবাঙালি যুবতী রৌশনকে নিয়ে লেখা। বাংলা উপন্যাসে অবাঙালি চরিত্র বেশ বিরল।।সেদিক থেকে এইটি ভিন্নধর্মী। তারাশঙ্করের এই গ্রাম নির্ভর উপন্যাসে জীবন জিজ্ঞাসা, মূল্যবোধ, নগরকেন্দ্রিক জীবনের নানা সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে এটি একটি ব্যতিক্রম ধর্মী উপন্যাস।[তথ্যসূত্রঃ ভাষা শিক্ষা ও সাহিত্য জিজ্ঞাসা -সৌমিত্র শেখর]