সঠিক উত্তর হচ্ছে: মেজর মীর শওকত আলী
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের সময় সিলেট ডাউকি সড়ক থেকে সিলেটের উত্তর ও পশ্চিম এলাকা এবং সুনামগঞ্জ জেলার কিছু অংশ নিয়ে ৫ নং সেক্টর গঠিত হয়। এই সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর মীর শওকত আলী। \n[তথ্যসূত্রঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলীলপত্র (সম্পাদকঃ হাসান হাফিজুর রহমান)]