সঠিক উত্তর হচ্ছে: সেলিম আল দীন
ব্যাখ্যা: নাট্যাচার্য সেলিম আল দীন রচিত একটি নাটক \'শকুন্তলা\'। সেলিম আল দীন রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলো হলো- জন্ডিস ও বিবিধ বেলুন, কেরামত মঙ্গল, হাত হদাই, কিত্তনখোলা, এক্সপ্লোসিভ ও মূল সমস্যা, যৈবতী কন্যার মন ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]