সঠিক উত্তর হচ্ছে: জার্মানি
ব্যাখ্যা: বাংলাদেশে এ যাবৎকালে নির্মিত জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড় ও উচ্চ গতিসম্পন্ন জাহাজ ‘এনজিয়ান’ জার্মান ক্রেতা প্রতিষ্ঠান জার্মান কমরোসকি মারিটিম জিএমবিএইচ-এর প্রতিনিধির কাছে জাহাজটি হস্তান্তর করা হয়। জাহাজটির দৈর্ঘ্য ১১০ দশমিক ৯০ মিটার, প্রস্থ ১৬ দশমিক ৫০ মিটার, গভীরতা ৮ দশমিক ২০ মিটার। জাহাজটির ইঞ্জিনের ক্ষমতা ৪১০০ হর্স পাওয়ার। গতি ১২ দশমিক ৫০ নটিক্যাল মাইল ও ধারণক্ষমতা ৬১০০ মেট্রিক টন। জাহাজটি মূল্য ধরা ১০০ কোটি টাকা।