সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ সুলতান
ব্যাখ্যা: > বাংলা সাহিত্যের সুফি সাহিত্য ধারার অন্যতম কবি সৈয়দ সুলতান।
> তিনি চট্টগ্রামে জন্মগ্রহন করেন।
সৈয়দ সুলতানের কাব্যগ্রন্থের মধ্যে নবী বংশ অন্যতম।
এছাড়া রচনা করেছেন-
- শব-ই-মিরাজ,
- রসুলবিজয়,
- ওফাৎ-ই-রসুল
- জয়কুম রাজার লড়াই
- ইবলিসনামা,
- পদাবলী।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।