সঠিক উত্তর হচ্ছে: মুনিদত্ত
ব্যাখ্যা:
হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে মুনিদত্ত নামক এক পন্ডিতের সংস্কৃত টীকা ছিল।
• মুনিদত্তের টীকা সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গিয়েছিল সাড়ে ৪৬টি।
• এতে মুনিদত্ত ১১ নং পদের ব্যাখ্যা করেন নি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও লাইভ এমসিকিউ লেকচার।