সঠিক উত্তর হচ্ছে: বিশেষণ
ব্যাখ্যা: সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে। সংস্কৃত তদ্ধিত ‘ষ্ণিক\' (ইক) প্রত্যয় যোগে নিম্নরূপে শব্দ গঠিত হতে পারেঃ
\n ক) বিশেষণ গঠনেঃ হেমন্ত + ষ্ণিক = হৈমন্তিক, অকস্মাৎ + ষ্ণিক = আকস্মিক ।
\nখ) দক্ষ বা বেত্তা অর্থেঃ সাহিত্য + ষ্ণিক = সাহিত্যিক, বেদ + ষ্ণিক = বৈদিক, বিজ্ঞান + ষ্ণিক = বৈজ্ঞানিক ।
\nগ) বিষয়ক অর্থেঃ সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক, নগর + ষ্ণিক = নাগরিক, মাস + ষ্ণিক = • মাসিক, ধর্ম + ষ্ণিক = ধার্মিক, সমর + ষ্ণিক = সামরিক, সমাজ + ষ্ণিক = সামাজিক।