সঠিক উত্তর হচ্ছে: রাজশাহী
ব্যাখ্যা: ব্যাখ্যা: গম্ভীরা বৃহত্তর রাহশাহী অঞ্চলের গান। রংপুর বিখ্যাত ভাওয়াইয়া গানের জন্যে। ভাটিয়ালী গান প্রচলিত ময়মনসিংহ অঞ্চলে। বৃহত্তর খুলনা ও যশোর পাঁচালি গান এবং সিলেপ ধামাইল গানের জন্যে বিখ্যাত। (সূত্র: বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও বাংলাপিডিয়া)