সঠিক উত্তর হচ্ছে: ফররুখ, সাত সাগরের মাঝি
ব্যাখ্যা: ফররুখ আহমদ চল্লিশের দশকে মুসলিম রেনেসাঁর কবি নামে পরিচিত হয়েছিলেন। তার কবিতায় রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারাবাহিকতা দেখা যায়।\n১৯৪৭ সালে প্রকাশিত \"সাত সাগরের মাঝি\" তার অন্যতম কাব্যগ্রন্থ। বইয়ের ১৯ টি কাব্যের মধ্যে নাম কবিতা \"সাত সাগরের মাঝি\" সহ অন্যান্য উল্লেখযোগ্য হচ্ছে পাঞ্জেরী, সিন্দাবাদ, আকাশ-নাবিক, ডাহুক, এইসব দিনরাত্রি ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ একাদশ দ্বাদশ বাংলা ১ম পত্র]