সঠিক উত্তর হচ্ছে: উপসর্গ
ব্যাখ্যা: শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।
\nউপসর্গঃ শব্দ বা ধাতুর পূর্বে কতগুলো সুনির্দিষ্ট অব্যয়জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থ পরিবর্তন করে, এগুলোকে উপসর্গ বলে।
\nবিভক্তিঃ বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সাথে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদেরকে বিভক্তি বলে।
\nঅনুসর্গঃ কিছু শব্দ আছে যেগুলো অন্য শব্দের সাথে যুক্ত ন হয়ে স্বাধীনভাবে পদ রুপে বাক্যে ব্যবহৃত হ্য, আবার কখোনো শব্দবিভক্তির মতো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে অর্থবৈচিত্র ঘটায়, এগুলোকে অনুসর্গ বলে। কাজেই, সংজ্ঞানুসারে সঠিক উত্তর (খ)।