সঠিক উত্তর হচ্ছে: মধ্যপদলোপী
ব্যাখ্যা: বহুব্রীহি সমাসের ব্যাখার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোন অংশ যদি সমস্তপদে লোপ পায় তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে।\nচাঁদেও মতো মুখযার = চাঁদমুখো\nসোনার মতো মুখ যার = সোনামুখী\nবিড়ালের চোখের ন্যায় চো যে নারীর = বিড়ালচোখী\nহাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি