নন-ভাস্কুলার উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ:
১) দেহে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু থাকে না
২) এরা আকারে ছোট হয় এবং দেহের গঠন সরল হয়। এদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে না। এসব উদ্ভিদে মূলের পরিবর্তে Rhizoids (মূলের মত সরু অংশ) থাকে যার সাহায্যে এরা মাটিতে আটকে থাকে।
৩)পরিবহন টিস্যু ( জাইলেম ও ফ্লোয়েম) না থাকায় এরা সাধারণত খুব বেশি লম্বা হয়না।
উদাহরণ: মস (শ্যাওলা), liverworts, hornworts ইত্যাদি।