সঠিক উত্তর হচ্ছে: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
ব্যাখ্যা: যুক্তফ্রন্টের ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। এছাড়া, ১০(মাতৃভাষায় শিক্ষাদান), ১৬(বর্ধমান হাউসকে পরে বাংলা ভাষার গবেষণাগারে পরিণত করা), ১৭(রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদদের স্মৃতিচিহ্নস্বরূপ ঘটনাস্থলে শহীদ মিনার নির্মাণ করা এবং শহীদদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া) এবং ১৮(একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস এবং সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা) দাবিগুলো ভাষা সংক্রান্ত ছিল।