সঠিক উত্তর হচ্ছে: রাইফেল রোটি আওরাত
ব্যাখ্যা: রাইফেল রোটি আওরাত - আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস।
পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক।
একাত্তরের যিশু - শাহরিয়ার কবির রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিকথা।
আমি বীরাঙ্গনা বলছি - ড. নীলিমা ইব্রাহীম রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা