সঠিক উত্তর হচ্ছে: সম্প্রদানে ষষ্ঠী
ব্যাখ্যা: সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী, যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। এখানে লক্ষনীয় যে, বস্তু নয় ব্যক্তিই সম্প্রদান কারক। যেমনঃ তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি- এখানে \"তোমার\" সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি।\nর, এর এগুলো ষষ্ঠী বিভক্তির চিহ্ন।\nঅনুরূপভাবে দীনে দয়া করো, ভিক্ষুক কে ভিক্ষা দাও ইত্যাদি সম্প্রদান কারক।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ]