ব্যাখ্যা: দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় পনেরো শতকে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তা ইনকা সাম্রাজ্য নামে পরিচিত। ইনকা শব্দের অর্থ \"সূর্য দেবতার সন্তান\"। স্পেনীয়দের আক্রমণে ইনকা সাম্রাজ্যের পতন ঘটে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।