সঠিক উত্তর হচ্ছে: জি. ই. ম্যূর
ব্যাখ্যা: শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগ ই হচ্ছে নৈতিকতা উক্তিটি জি. ই. ম্যূর এর। করমচাঁদ গান্ধীর বিখ্যাত উক্তি হলো- নীতিভ্রষ্ট বা নীতিহীম শাসক হলেন অন্যতম পাপী। অন্যদিকে জোনাথান হাইট বলেছেন- ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এ তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব ঘটতে পারে।[তথ্যসূত্রঃউইকিপিডিয়া ]