সঠিক উত্তর হচ্ছে: হেরাসিম লেবেডফ
ব্যাখ্যা: বাংলা নাটক মঞ্চায়ন, রচনায় ও অনুবাদে প্রথমে যে বিদেশীর নাম আসে তিনি রুশদেশীয় ভদ্রলোক হেরাসিম লেবেডফ। ২৭ নভেম্বর ১৭৯৫ সালে হেরাসিম লেবেডফ \'বেঙ্গল থিয়েটার\' নামে একটি রঙ্গমঞ্চে প্রথম বাংলা নাটক মঞ্চস্থ করেন। তিনি The Disguise নাটকটি অনুবাদ করেন এর নাম দেন \'\'কাল্পনিক সংবদল\'\'।