সঠিক উত্তর হচ্ছে: ১৮৬০
ব্যাখ্যা: নীল-দর্পন প্রকাশকাল- ১৮৬০ সাল। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম। এর ইংরেজি অনুবাদ করেন A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এবং ১৮৬১ সালে প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্রের দুটি বিখ্যাত প্রহসনঃ সধবার একাদশী (১৮৬৬) ও বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬)। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।