সঠিক উত্তর হচ্ছে: জয়সিংহ
ব্যাখ্যা: বিসর্জন\' (১৮৯০) রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় নাটকগুলির অন্যতম। এই নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত৷তিনি স্বয়ং এই নাটকের প্রধান দুটি চরিত্র রঘুপতি ও জয়সিংহের ভূমিকায় বিভিন্ন সময়ে অভিনয় করেন।অন্যান্য চরিত্র গুলো হলোঃ অপর্ণা, গুণবতী ও গোবিন্দমাণিক্য৷ [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]