আকাশগঙ্গা বা মিল্কিওয়ে হল এই রকম একটি ছায়াপথ। আর আমাদের সূর্য হল এই ছায়াপথের একটি সদস্য নক্ষত্র। চাঁদহীন অন্ধকার রাতে মেঘমুক্ত আকাশের দিকে তাকালে(বিশেষ করে শরৎ কালে,কারন এ সময় রাতের আকাশ পরিস্কার থাকে) অসংখ্য তারার এক মনমুগ্ধকর সমাহার দেখা যায়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।