সপ্তর্ষিমন্ডল আকাশে প্রশ্নবোধক চিন্হের মতো দেখায়। সপ্তর্ষিমন্ডল নামটি এসেছে সপ্ত + ঋষির থেকে। অর্থাৎ সাত জন ঋষি ধ্যান করছেন এমন ধারণা থেকে নামটি দেয়া হয়েছে । সাধারণত জানুয়ারির শেষ দিক থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সাময় পর্যন্ত উত্তর আকাশে বেশ ভালোভাবেই একে দেখতে পাওয়া যায়।