সঠিক উত্তর হচ্ছে: অলুক বহুব্রীহি
ব্যাখ্যা: যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।যেমন,বউভাত- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে।যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুন্ন থাকে, তাকে অলুক বহুব্রীহি বলে।যেমন, গায়ে এসে পড়ে যে= গায়েপড়া। কানে খাটো যে= কানেখাটো। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]