সঠিক উত্তর হচ্ছে: সংস্কৃত উপসর্গ
ব্যাখ্যা: তৎসম বা সংস্কৃত উপসর্গ:\n\nবাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা - প্র, প্ররা, অপ, সম্, নি, অব, অনু, নির্, দুর্, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।\n‘অন্তঃপুর’-এর ‘অন্তঃ’ সংস্কৃত উপসর্গ ।