সঠিক উত্তর হচ্ছে: নরম্যান বোর্লাও
ব্যাখ্যা: ভারতবর্ষে ১৯৬০ এর দশকে ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, জলসেচ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় যার ফলস্বরূপ ফসলের উৎপাদন অত্যাধিক পরিমানে বৃদ্ধি পায়, যাকে সবুজ বিপ্লব বলে। ... উচ্চফলনশীল বীজের আবিষ্কারক নরম্যান বোরলাঙ কে সবুজ বিপ্লবের জনক বলা হয়।\n[তথ্যসূত্রঃ নবম দশম ইতিহাস বই]\n