সঠিক উত্তর হচ্ছে: অন্ প্রত্যয়
ব্যাখ্যা: যে বিশেষ্যের দ্বারা কোনো কাজের নাম বোঝানো হয়, তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। উদাহরণ : গমন,চলন,দর্শন,খাওয়া, যাওয়া, দেখা,দেখানো, বলা, পড়া, শোনা,শোনানো, পড়ানো, গ্রহণ, বর্জন, পঠন-পাঠন, ভোজন ইত্যাদি।\nধাতুর পরে সাধারনত অন্ প্রত্যয় যুক্ত করে ক্রিয়াবাচক বিশেষ্য গঠন করা হয়।