সঠিক উত্তর হচ্ছে: ভবিষ্যতের বাঙালি
ব্যাখ্যা: শেখ ওয়াজেদ আলি (৪ সেপ্টেম্বর ১৮৯০ - ১০ জুন ১৯৫১) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি প্রাবন্ধিক। তিনি মূলত \'এস ওয়াজেদ আলি\' নামেই অধিক পরিচিত। তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।\nরচিত সাহিত্যকর্মঃ\nগুলদাস্তা (১৯২৭) - গল্প\nমাশুকের দরবার (১৯৩০) - গল্প\nজীবনের শিল্প (১৯৪১) - প্রবন্ধ\nপ্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩) - প্রবন্ধ\nভবিষ্যতের বাঙালী (১৯৪৩) - প্রবন্ধ\nগ্রানাডার শেষ বীর (১৯৪০) - ঐতিহাসিক উপন্যাস\nবাদশাহী গল্প (১৯৪৪) - গল্প\nগল্পের মজলিশ (১৯৪৪) -\nপশ্চিম ভারত (১৯৪৮) - ভ্রমণকাহিনী\nআকবরের রাষ্ট্র সাধনা (১৯৪৯) - প্রবন্ধ\nমোটর যোগে রাঁচী সফর (১৯৪৯) - ভ্রমণকাহিনী\nমুসলিম সংস্কৃতির আদর্শ - প্রবন্ধ।\n[তথ্যসূত্রঃ সংসদ বাঙালী চরিতাভিধান।]