ব্যাখ্যা: আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমদিকে সমাজে কবি গানের প্রচলন ছিল।\nযারা কবি গান করতেন তাদের হিন্দু সমাজে কবিয়াল ও মুসলিম সমাজে শায়ের বলা হতো।\nকবিওয়ালাদের যিনি প্রাচীন তার নাম গেঁজলা গুই।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।