নিচের অপশন গুলা দেখুন
- রামায়ণের কাহিনী
- হিন্দু পুরাণ
- গ্রীক পুরাণ
- মহাভারতের কাহিনী
\'পদ্মাবতী\' - নাটকটি বাংলা সাহিত্যের প্রথম কমেটি ধাচের নাটক এবং এতে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করা হয়।
- ১৮৬০ সালে এটি প্রকাশিত হয়।
- মাইকেল নাটকটি গ্রীক পুরাণের প্রসিদ্ধ গল্প \'\'Apple of Discord\'\' এর ছায়া অবলম্বন করে রচনা করেন।
- উল্লেখযোগ্য চরিত্রঃ পদ্মাবতী, ইন্দ্রনীল, শচী, মুরজা, রতী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া