সঠিক উত্তর হচ্ছে: বিসর্জন
ব্যাখ্যা: ১৮৯০ সালে রচিত \'বিসর্জন\' নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। এই নাটকে রবীন্দ্রনাথ নিজে দুটি প্রধান চরিত্র রঘুপতি ও জয়সিংহ-এ অভিনয় করেছিলেন। উদার ধর্মবোধ এবং সংকীর্ণ ধর্মীয় বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব এই নাটকের প্রধান উপকরণ। রাজর্ষি, উপন্যাসের প্রথামাংশ নিয়ে বিসর্জন নাটকের আখ্যানবস্তু পরিকল্পিত হয়েছে। উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো- রঘুপতি, জয়সিংহ, অপর্ণা, গুনবতী। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]