সঠিক উত্তর হচ্ছে: ত্রিপুরা সার্কেল
ব্যাখ্যা: পার্বত্য চট্টগ্রামে তিনটি সার্কেল বা প্রথাগত প্রশাসনিক এলাকা বিদ্যমান। এগুলো হলোঃ চাকমা সার্কেল, বোমাং সার্কেল এবং মং সার্কেল। চাকমা সার্কেল রাঙামাটি জেলায়, বোমাং সার্কেল বান্দরবান জেলায় এবং খাগড়াছড়ি জেলায় মং সার্কেল অবস্থিত। সার্কেল প্রধানরা রাজা নামে পরিচিত। এই প্রথাগত শাসন ব্যবস্থা বাংলাদেশ সরকারের আইন দ্বারা স্বীকৃত। (সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী, পৃষ্ঠা-৩১)