সঠিক উত্তর হচ্ছে: পারদ
ব্যাখ্যা: প্রশ্নে উল্লিখিত তরল পদার্থের মধ্যে ক্রমান্বয়ে ভারী থেকে হালকা পদার্থ হচ্ছে যথাক্রমে পারদ, মধু, ব্রোমিন ও তরল হাইড্রোজেন।\n\nএদের মধ্যে মৌলিক পদার্থ পারদ, ব্রোমিন ও হাইড্রোজেনের ভর সংখ্যা যথাক্রমে ২০০.৫৯, ৭৯.৯০৯, ১.০০৮।\n\nমধু একটি মিশ্র পদার্থ।