যেসব উদ্ভিদের দেহে খাদ্যের কাঁচামাল (পানি, খনিজলবণ ইত্যাদি) এবং তৈরিকৃত খাদ্য পরিবহনের জন্য জাইলেম ও ফ্লোয়েম টিস্যু থাকে তাদেরকে ভাস্কুলার উদ্ভিদ (Vascular plants) বা Tracheophytes বা Tracheophyta বলে। যেমন: ফার্ন, সপুষ্পক উদ্ভিদ ইত্যাদি।
জাইলেম ও ফ্লোয়েম টিস্যুকে ভাস্কুলার বান্ডল (Vascular bundle) বলে। ভস্কুলার বান্ডলের সমন্বয়ে গঠিত হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র (Vascular tissue system)। তাই সংক্ষেপে বলা যায়, যেসব উদ্ভিদের দেহে ভাস্কুলার টিস্যুতন্ত্র রয়েছে তারাই ভাস্কুলার উদ্ভিদ।