সঠিক উত্তর হচ্ছে: গ্রামবার্তা প্রকাশিকা
ব্যাখ্যা: উনিশ শতকে বাংলায় প্রকাশিত সংবাদপত্রগুলির মধ্যে গ্রামবার্তা প্রকাশিকা\' ছিল অন্যতম। ১৮৬৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এটি প্রথম প্রকাশিত হয়। হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথের সম্পাদনায় অবিভক্ত বাংলার কুষ্ঠিয়া জেলা থেকে পত্রিকাটি প্রকাশিত হয়।