সঠিক উত্তর হচ্ছে: ফারসি
ব্যাখ্যা: ফারসি ভাষা থেকে আগত শব্দগুলো হচ্ছে,\nখোদা, গুনাহ, দোযখ, নামায, রোযা, পযগম্বর, ফেরেস্তা, বেহেশত,\nআইন, অছিয়তনামা, দরবার, বাদশাহ, বাহাদুর, জমিদার, তখত, জায়নামাজ, ঈদগাহ, খনকাহ, ফেরেস্তা, কাগজ, আতশবাজী, চশমা, জবানবন্দি, তারিখ, দফতর, দোকান, দস্তখত, আমদানী, রপ্তানি, বারান্দা, হাঙ্গামা, আলু, একতারা, একটা, দোতারা, সেতারা, ওস্তাদ, কামান, কারিগর, কারখানা, খুচরা, গ্রেপ্তার, চাঁদা, চেহারা, জামা, জামদানি, তরমুজ, তোষামদ, দরজা, দালান, পাইকারী, সরকার, সাদা, সবুজ, বরখাস্ত, শাবাশ, রসিদ, রসদ, হাজার, সুদ, সুপারিশ ইত্যাদি।