সঠিক উত্তর হচ্ছে: ব্রাসি হালহেড
ব্যাখ্যা: বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত A Grammar of the Bengal Language; এটি ১৭৭৮ সালে ইংরেজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে চার্লস উইলকিনসের হুগলীর মদ্রণযন্ত্র থেকে এর অংশবিশেষ বাংলায় মুদ্রিত হয়। ব্রাসি হ্যালহেড সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন।\n\n[তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া ]