সঠিক উত্তর হচ্ছে: কাশ্মীর
ব্যাখ্যা: আকসাই চীন (চীনা: 阿克赛钦; ফিনিন: Ākèsài Qīn; উইগুর ভাষায়: ﺋﺎﻗﺴﺎﻱ ﭼﯩﻦ;) হল ভারত ও চীন এর মধ্যকার এক বিতর্কিত অঞ্চল। ভারতের মতে এটি ভারতের জম্বু এবং কাশ্মীর রাজ্যের লাদাখের অংশ। অপর পক্ষ চীন এর মতে, আকসাই চীন তাদের জিংজিয়াং প্রদেশের অংশ।