সঠিক উত্তর হচ্ছে: কর্ক ক্যাম্বিয়াম হতে
ব্যাখ্যা: সেকেন্ডারি ভাজক টিস্যুর সৃষ্টি কর্ক ক্যাম্বিয়াম হতে । প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। (গ) সেকেন্ডারি ভাজক টিস্যু (Secondary meristem) : যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয়, তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। সেকেন্ডারি ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থার অনেক পরে সৃষ্টি হয়।