নিচের অপশন গুলা দেখুন
- গুপ্ত বংশ
- সেন বংশ
- দেব বংশ
- পাল বংশ
ময়নামতির প্রাচীন নাম ছিলো রোহিতগিরি যা দেব রাজাদের রাজধানী ছিলো। প্রত্নত্বাত্বিকগণ এই স্থানটি বর্তমানে কুমিল্লার ময়নামতির বলে ধারণা করেন।
বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার শালবন বিহার যা দেব সাম্রাজ্যের কীর্তি।
এটি দেববংশের চতুর্থ রাজা ভবদেব খ্রিস্টীয় আট শতকে নির্মাণ করেন। সুতরাং, এর আসল নাম \'\'ভবদেব মহাবিহার\'\'। বিহারে মোট ১১৫টি ভিক্ষুকক্ষ ও মধ্যভাগে প্রধান মন্দির সহ অনেকগুলো মন্দির রয়েছে।
উৎসঃ শালবন বিহারের নাম-ফলক ও বড় কামতা ইউনিয়ন ওয়েবসাইট।